স্টাফ রিপোর্টার :
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় আবারও ঘটলো দুর্ঘটনা। দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকাগামী একটি মাইক্রোবাস ট্রলিকে ধাক্কা দিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে ট্রলিচালক বেশ আহত হন। এছাড়াও মাইক্রোবাসের অন্তত: ৫জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে একটি মাইক্রোবাস (নোয়াহ) গাড়ি (ঢাকা মেট্রো চ-৫১৬৯০৩) বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। নাজিরবাজারে প্রবেশের সময় গাড়িটির সামনের চাকা ফেটে যায় এবং রাস্তার বাম পাশের পাঁচ ভাই নামক রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রলিকে ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট ঢুকে পড়ে সেই মাইক্রোবাস। এসময় ট্রলিচালক সুজন বেশ আহত হন। এ দুর্ঘনায় মাইক্রোবাসের চালকসহ অন্তত: ৫জন যাত্রী আহত হন। তবে কেউই গুরুতর আহত নন বলে জানান স্থানীয়রা। পরে ট্রলিচালক সুজনকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।