সুনামগঞ্জের হাওরাঞ্চলে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

3

মধ্যনগর প্রতিনিধি

সুনামগঞ্জের হাওরাঞ্চলে হঠাৎ করেই বেড়েছে লোডশেডিং। দিন-রাত মিলিয়ে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কষ্টে আছেন বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে পল্লী বিদ্যুতের গ্রাহকদের। এর মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। যার ফলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এ ছাড়া প্রচÐ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, একদিকে উৎপাদন কম, অন্যদিকে চাহিদা বাড়ায় বেড়েছে লোডশেডিং।
পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। হাওরাঞ্চলের ধর্মপাশা-মধ্যনগরে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে ৫০ হাজার। পল্লী বিদ্যুতের গ্রাহকের ১২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৪০-৪৫ মেগাওয়াট। তেল, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কম থাকায় উৎপাদন কমে গেছে, এতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা।
উপজেলার বংশীকুÐা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া বলেন, ‘গত কয়েক দিন ধরে টানা একনাগাড়ে লোডশেডিং লেগেই আছে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে না ১৬-১৮ ঘণ্টা। রাতে বিদ্যুৎ না থাকায় বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। যেহেতু বর্ষাকাল, তাই সাপের উপদ্রবের ভয়ও আছে।’
বংশীকুÐা দক্ষিণ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অমিত হাসান রাজু জানান, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় লোডশেডিংয়ের কারণে নাগরিক সেবা দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আবহাওয়া খারাপ থাকায় সোলার বিদ্যুৎ দিয়েও সেবা কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। অর্থাৎ পল্লী বিদ্যুতের অভাবে লোডশেডিংয়ের কারণে আমরা সীমাহীন কষ্টে আছি। মধ্যনগর বাজারের দিনমজুর হাইজুল মিয়া বলেন, ‘দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। এতে কাজও করতে পারছি না। একদিকে প্রচÐ গরম, অন্যদিকে বিদ্যুৎ থাকে না, এতে দুর্বিষহ জীবন পার করছি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা-ও জানি না।’
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা সাব-জোনের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হাফিজুর রহমান বলেন, ‘ধর্মপাশা-মধ্যনগরে এখনো গ্রাহকদের কাছে দুই কোটি টাকার ওপরে বকেয়া বিল পড়ে আছে। জাতীয় গ্রিডে ও পাওয়ার প্লান্টে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় ও সরবরাহ কম থাকার কারণে ঘন ঘন লোডশেডিংয়ের সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বেড়ে গেলেই আবার লোডশেডিং কাটিয়ে সব কিছু স্বাভাবিক হবে।’