সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল বলেন, ভবিষ্যৎ নাগরিকের একটি অংশকে বাদ দিয়ে সুন্দর ও স্থিতিশীল সমাজ প্রত্যাশা করা যায় না। সুন্দর ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠার জন্য শিশুর পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সহায়তা অত্যন্ত জরুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ জন্য অসহায়, বিপদাপন্ন এবং ঝুঁকিপূর্ণ শিশুদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, দেশের সার্বিক উন্নয়নে অংশীদারিত্ব নিশ্চিতকরণ এবং সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ অত্যন্ত জরুরী। এ উপলব্ধি থেকে ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদফতর কর্তৃক “চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)” প্রকল্প বাস্তবায়ন করছে।
গতকাল ২৩ জুলাই সোমবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিএসপিবি প্রকল্প কর্তৃক আয়োজিত ৩য় পর্যায়ের ‘শর্তযুক্ত অর্থ সহায়তা-সিসিটি’র ১ম কিস্তির ১৭,৬৪,০০০/- (সতের লক্ষ চৌষট্টি হাজার) টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা’র সভাপতিত্বে ও সিলেট সদর সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক যুক্ত কেস ওয়ার্কার মোহাম্মদ লুতফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপসচিব ও জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ডা. আশরাফী আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, ইউনিসেফ বাংলাদেশ চীফ ফিল্ড অফিস সিলেট ডিভিশন কাজী দিল আফরোজা ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় নিবাস রঞ্জন দাশ। বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, বুরজান বাগানের ম্যানেজার মোঃ কামরুজ্জামান, চা শ্রমিক ভ্যালী সভাপতি রাজু গোয়ালা। উপস্থিত ছিলেন সিএসপিবি প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ রবিউল করিম, সিএসপিবি প্রকল্পের সিলেট প্রতিনিধি মোঃ দিদারুল আলম, সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ আজিম প্রমুখ। বিজ্ঞপ্তি