১৫ দিনেও সুরাহা হয়নি প্রত্যয় স্কিমের

0

সিকৃবিতে কর্মবিরতি অব্যাহত

১৫ দিনেও সুরাহা হয়নি প্রত্যয় স্কিমের। সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ১৫তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এসময় আন্দোলনকারীরা প্রত্যয় স্কিমকে প্রত্যাখান করেন।
সোমবার সকাল থেকে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে অনুষ্ঠিত কর্মবিরতি পালন অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভ‚ঁইয়ার সভাপতিত্বে শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. আফরাদুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে অফিসার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অপর দিকে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের কর্মচারী পরিষদের উদ্যোগে সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ শরীফ হোসেন ভ‚ইয়ার সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মুখে কর্মবিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভ‚ঁইয়া বলেন আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বাত্মক কর্মবিরতি করছে। যুগে যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ নায্য দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। প্রত্যয় নামক বৈষম্যমূলক স্কিম শিক্ষকদের ঘাড়ের ওপর অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপিয়ে দেয়া হয়েছে। বিদ্যমান পেনশন ব্যবস্থার সুযোগ-সুবিধা শূণ্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। প্রত্যয় নামক স্কিমের যে ব্যাখ্যা দিয়েছে পেনশন কর্তৃপক্ষ সেটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ প্রত্যাখ্যান করেছে।
অফিসার পরিষদের সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়া বলেন আমাদের শোষণ করবেন আর আমরা ঘরে বসে থাকব তা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। আমরা সফল হবো ইনশাল্লাহ। বিজ্ঞপ্তি