স্টাফ রিপোর্টার :
শহরতলীর শাহপরাণ (রহ.) থানার বহর আল বারাকা আবাসিক এলাকা থেকে ৪১২ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বহর আল বারাকা আবাসিক এলাকার জনৈক শিবলু আহমদের বাড়ির সামনের পার্কিং থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, জকিগঞ্জ উপজেলার খলাছড়া নরসিংহপুরের মৃত কলমদর আলীর পুত্র মো. জালাল আহমদ (৩২) ও শাহপরাণ (রহ.) থানার বহর পশ্চিম এলাকার মৃত সৈয়দ শফিকুল ইসলামের পুত্র মো. কালাম (৪২)।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিবেন বিশ্বাসের নেতেৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই মাহবুবুর আলম মন্ডল, এসআই মো. রফিকুল ইসলাম, এএসআই ভূলন চন্দ্র দেব এবং অন্যান্য ফোর্স।
পুলিশ জানায়, এ ঘটনায় এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীদের মেট্রোপলিটন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনায় জড়িত অপর আসামীদের প্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।