আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শরীর চর্চা ও ক্রীড়া কর্মকান্ডে নিয়মিতভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে খবঃং গড়াব প্রতিপাদ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায়, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অলিম্পিক ডে-২০২৪ উদযাপন উপলক্ষে শনিবার সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উল্লিখিত স্থান হতে শুরু হয়ে মহানগরীর উল্লেখযোগ্য স্থানসমূহ ঘুরে ফের সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
অলিম্পিক ডে-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিক ডে’র গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেবজিৎ সিংহ।
র্যালি পরবর্তী প্রধান অতিথি কর্তৃক অংশগ্রহণকারী বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন প্রদত্ত সনদপত্র বিতরণ করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী ও অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল ও কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী ও দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবিনা সুলতানা, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট মোঃ ফয়জুল আনোয়ার আলোয়ার, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য আক্কাছ উদ্দিন আক্কাই ও মহিউদ্দিন রাসেল, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম আরিজ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি সজল ছত্রী, ১ম বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক কৃষ্ণপদ দে, সাবেক ক্রীড়াবিদ হাছান আলী বাদল, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সহকারী কোচ এ কে এম মাহমুদ ইমন, সিলেট বিভাগীয় মহিলা ক্রিকেট দলের কৃতি কোচ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহকারী সম্পাদক তপন কুমার মালাকার, বিসিবি’র সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সদস্য শিব্বির আহমদ, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আজাদুর রহমান চঞ্চল, কারাতে কোচ মাসুদ রানা, উশু ও বক্সিং কোচ মোঃ আনোয়ার হোসেন, ক্রিকেট কোচ নাসির উদ্দিন ও পলাশ কর, গ্রীণ সিলেট ফুটবল একাডেমি ফুটবল কোচ সজিব, মনোজ কান্তি দেব, বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ, কোচবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।