বাংলাদেশ কোনো খুনির দেশ নয় – প্রধান বিচারপতি

14

কাজিরবাজার ডেস্ক :
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ কোনো খুনির দেশ নয়। এটা বঙ্গবন্ধুর সোনার দেশ। এটা আমরা অবশ্যই রক্ষা করব। বিচার বিভাগ এর সম্পূর্ণ দায়িত্ব পালন করবে, এটা আমি আপনাদের কথা দিতে পারি।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংবিধান, আদালত এবং মুক্তিযুদ্ধের নারী ও শিশুদের নিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শনিবার (১০ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানটির আয়োজন খুব সুন্দর হয়েছিল। সেখানে বিদেশি অনেক অতিথি এসেছিলেন। অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে একটি ব্যাংকুয়েটের আয়োজন ছিল। আমার টেবিলের পাশে মালদ্বীপের ফার্স্ট লেডি এবং আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতির স্ত্রী, পাশাপাশি টেবিলে বসেছিলাম। সেখানে মালদ্বীপের ফার্স্ট লেডি আমার কাছে বললেন, তিনি বঙ্গবন্ধু ভবনে গিয়েছিলেন। সেখানে তিনি মর্মান্তিক দৃশ্য দেখেছেন। তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন, সেই হত্যার বিচার হয়েছে কি না।’
প্রধান বিচারপতি ওই দিনের বর্ণনা দিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমি তাকে বলেছি, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার সাধারণ আদালতে হয়েছে। রায়ে সকল আসামির ফাঁসির রায় হয়েছে। এরপর সেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিয়ে আপিল বিভাগে সেই ফাঁসির রায় বহাল রয়েছে।’
তিনি বলেন, ‘আমি উনাকে জানিয়েছি, খুনিদের ফাঁসি হয়েছে, দুই-তিনজন আসামি এখনো বিদেশে পলাতক রয়েছে। সরকার ওই আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচারের কথা আমরা বিদেশিদের ওইভাবে জানাতে পারিনি। এই দুই বিচারপতির লেখা বই, দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে সক্ষম হবে।’
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা জাগ্রত করতে হলে সকলের সামনে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের কথা তুলে ধরতে হবে।
এরপর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘বঙ্গবন্ধু বাংলাদেশ একজন যুদ্ধ শিশুর গল্প ও অন্যান্য’ এবং হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের লেখা ‘বঙ্গবন্ধু সংবিধান আইন আদালত ও অন্যান্য’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছাড়াও প্রকাশনা অনুষ্ঠানে দুই বিচারপতির লেখা বই দুটি নিয়ে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক-প্রকাশক ও গবেষক মফিদুল হক, সাংবাদিক মোজাম্মেল বাবু, সাহিত্যিক আনিসুল হক ও বই দুটির প্রকাশক মাওলা ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক।
এছাড়া অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে কথা বলেন লেখক দুই বিচারপতি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোকসানা পারভীন কবিতা। ভার্চুয়াল এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন।
বই দুটি বইমেলায় মাওলা ব্রাদার্সের স্টলে এবং অনলাইনে পাওয়া যাবে। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের বুক কর্নারেও বই দুটি পাওয়া যাবে।