মুরাদ হাসান, জৈন্তাপুর
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদুল আজহা পরবর্তি ঈদ পুনর্মিলনীতে জৈন্তাপুরে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন হয়। বদলে গেছে দিনকাল, নিউজ এখন ডিজিটাল- এই সংলাপকে বুকে ধারণ করে ২০১৬ সালের ১৮ এপ্রিল গঠিত এই সংগঠনটির সাংবাদিকরা ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার জৈন্তা হিল রিসোর্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও সংবাদকর্মীরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ যেমন উপকৃত হয় তেমনি সমাজ তথা নিজ উপজেলার অবহেলিত, নিপীড়িত মানুষের দূরাবস্থার চিত্র তুলে ধরাও সাংবাদিকদের কাজ। এ সময় বক্তব্যে উল্লেখ করা হয় পবিত্র ঈদুল আযহার দিন থেকে পর পর দুই দফা বন্যার কারণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালন করতে কিছুটা বিলম্ব করতে হয়েছে।
বক্তব্যে সাংবাদিকরা সদস্যবৃন্দ বলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সুনামের সহিত বিগত আটটি বছর পার করে এসেছে। ভবিষ্যতে সকল প্রকার রাজনীতির মতাদর্শের উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে জৈন্তাপুর উপজেলার মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়ন ও সমাজ থেকে অপকর্ম, মাদক, জুয়া সহ সামাজিক ব্যাধি সমূহ নিরসনে সংবাদ প্রচারের মাধ্যমে তা প্রতিহত ও প্রতিকার করতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শোয়াইবুর রহমান, সহ সভাপতি রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো সাজ উদ্দিন সাজু, কার্যকারী সদস্য তোফায়েল আহমেদ, সাইফুল ইসলাম বাবু, বিলালুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ ও মুরাদ হাসান প্রমুখ। পবিত্র ঈদুল আজহায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক প্রীতিভোজে সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।