শান্তিগঞ্জে ২ লাখ টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস

3

শান্তিগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় হাওড় অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে হাওর ও খাল বিলে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওড় এলাকায় অবৈধ রিং জাল জব্দের অভিযান শুরু হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত নৌকা দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে অবৈধ রিং জাল ও কিরণমালা জব্দ করে মৎস্য অফিসের কর্মকর্তা। পরে পুলিশের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, ২ লাখ টাকার রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ এলাকার মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য এ অভিযান অব্যাহত থাকবে।