দেশের প্রবৃদ্ধি ধারা অব্যাহত থাকুক

4

কোভিড-১৯ মহামারীজনিত দীর্ঘ লকডাউন ও শাটডাউনে বিশ্বব্যাপী ভয়াবহ মন্দা সম্পর্কে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি প্রভৃতি আন্তর্জাতিক সংস্থা। তাতে বিশ্বের প্রায় সব দেশের জাতীয় প্রবৃদ্ধির ধারা ঋণাত্মক হবে বলেও বলা হয়েছে, যা অযৌক্তিক ও অসঙ্গত নয়। তাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে। সংস্থাটি বলেছেÑ চলতি ২০২০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়াতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। আগামী বছর তা বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশ। এ সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়াবে ১ হাজার ৮৮৮ ডলার, যা দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে এগিয়ে থাকবে। উল্লেখ্য, এ সময়ে ভারতের মাথাপিছু আয় হবে ১ হাজার ৮৭৭ ডলার। অথচ গত সপ্তাহে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া ইকোনমিক ফোকাসে মন্তব্য করা হয়েছিল যে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে করোনার ধাক্কায়। অবশ্য বাংলাদেশের অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের এই পূর্বাভাসকে বাস্তবতাবর্জিত এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সামঞ্জ্যপূর্ণ নয় বলে প্রত্যাখ্যান করেছেন। এক্ষেত্রে এডিবির প্রাক্কলন ৬.৮ শতাংশ হলেও বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে বিশ্বের ২২টি দেশের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক হবে, তার মধ্যে শীর্ষ তিনটি দেশের একটি হবে বাংলাদেশ। অন্য দুটি দেশ গায়ানা ও দক্ষিণ সুদান। ইতোপূর্বে আইএমএফ করোনাজনিত লকডাউনে বিশ্ব অর্থনীতির ক্ষতির পরিমাণ করেছে ১২ ট্রিলিয়ন ডলার। ভয়াবহ বিশ্ব মন্দার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি। এই ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের নানা দেশ। আর এর মূলে রয়েছে মানুষ। শিল্প কলকারখানা ব্যবসা-বাণিজ্য আমদানি-রফতানি পর্যটন খুলতে শুরু করেছে।
একটানা ৬৬ দিন লকডাউনে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে ২ লাখ কোটি টাকার বেশি। বিশ্ব অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের জুন সংখ্যায় তুলে ধরা হয় এই পূর্বাভাস।
চ্যালেঞ্জ মোকাবেলায় ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। করোনাজনিত ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে গড় জাতীয় প্রবৃদ্ধির ধারা ঠিক রেখে এবার প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের জাতীয় বাজেট। এটি যথাযথভাবে বাস্তবায়ন হলে বিশ্বব্যাংকের আশঙ্কা অমূলক হলেও হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। দেশে প্রবাসী আয় তথা রেমিটেন্স ও রিজার্ভের ক্ষেত্রে তীব্র আশার সঞ্চার হয়েছে। ফলে দেশী-বিদেশী বিনিয়োগও আসছে। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ধারা অব্যাহত থাকলে মন্দাবস্থা মোকাবেলা করে বাংলাদেশের এগিয়ে যাওয়া অসম্ভব হবে না।