জগন্নাথপুরে ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু

2

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে ভর্তুকি দিয়ে নি¤œ আয়ের মানুষের মাঝে কমদামে ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে চাল ও আটা বিক্রি শুরু হলেও ৭ জুলাই রোববার থেকে ডিলারের দোকানে দরিদ্র পরিবারের ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। এবার ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল ও ২৪ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে আটা বিক্রি করা হয়। পৌর শহরের রাণীগঞ্জ রোডে অবস্থিত ওএমএস ডিলার মেসার্স অদিতি ট্রেডার্স ও বটেরতল এলাকায় অবস্থিত মেসার্স ইয়াছিন ট্রেডার্স নামের দুইটি ডিলারের দোকানে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রতিটি ডিলার এক মেট্রিকটন চাল ও এক মেট্রিকটন আটা সরকারি ভাবে বরাদ্দ পান। যা নি¤œ আয়ের মানুষের মাঝে বিক্রি করা হয়।
ওএমএস এর চাল ও আটা বিক্রিকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহাব উদ্দিন, জগন্নাথপুর সদর খাদ্য গুদাম কর্মকর্তা দীপক সুত্র ধর, ডিলার মেসার্স অদিতি ট্রেডার্সের মালিক সুশান্ত কুমার রায় ও মেসার্স ইয়াছিন ট্রেডার্সের মালিক বশির আহমদ প্রমূখ।