শ্রীমঙ্গলে বজ্রপাতে মারা গেলেন পরিবহন শ্রমিক নেতা রাসেল

6

শ্রীমঙ্গলে প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (৪০) নামে এক পরিবহন শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। রাসেল আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের কবির আহমদের ছেলে। তিনি জকিগঞ্জ মাইক্রোবাস পরিবহন শাখার সাবেক সহ সভাপতি ছিলেন।
সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার শ্রীমঙ্গল- হবিগঞ্জ সড়কের শাহাজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক শ্যামল কুমার নন্দী।
জানা গেছে, জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মস্তাক আহমদ ও তার পরিবার নিয়ে ঈদের দাওয়াতে শ্রীমঙ্গলে যাচ্চিলেন তিনি। পথিমধ্যে শ্রীমঙ্গল- হবিগঞ্জ সড়কের শাহাজীবাজার এলাকায় গাড়ি পাকিং করে অবস্থান করছিলেন তারা। এসময় বজ্রপাত এসে চালক রাসেলের উপর পড়লে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হন অন্য যাত্রী কাউন্সিলর মস্তাকসহ তার পরিবারের তিনজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।