স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ শুরু হওয়ার দুই দিন আগে স্টেডিয়ামগুলো ‘বিয়ার’ বিক্রি নিষিদ্ধ করেছে আয়োজক দেশ কাতার। তাদের ‘ইউটার্ন’ মেনে নিতে পারেননি ইউরোপিয়ানরা।
তাই কাতারসহ তোপের মুখে পড়তে হয় ফিফাকেও। তবে সেই সব সমালোচকদের একহাত নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্ব নানা প্রান্ত থেকে মানুষ দলে দলে পা রাখছেন কাতারে। ‘ফ্যান জোনে’ যদিও বিয়ার কিনতে পারবেন তারা। অবশ্য বিয়ার হাতে নিয়ে সমর্থকদের খেলা উপভোগ করার চিত্রটা দেখা যাবে না এবারের বিশ্বকাপে। তবে সেজন্য কেউ মারা যাবে না বলছেন ইনফান্তিনো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, দিনে তিন ঘণ্টা বিয়ার পান না করেও বেঁচে থাকা যায়। একই (স্টেডিয়ামে বিয়ার নিষিদ্ধ) নিয়ম ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও স্কটল্যান্ডেও আছে। কাতার মুসলিম দেশ বলেই কি বিষয়টা বড় হয়ে গেল? আমি জানি না কেন। আমরা চেষ্টা করেছি এবং সে কারণেই শেষ মুহূর্তে নিয়মে পরিবর্তন এনেছি। ’
‘বিয়ার’ নিষিদ্ধের সিদ্ধান্ত ফিফা ও কাতারের যৌথভাবে নেওয়া। এমনটাই জানান ইনফান্তিনো, ‘একটা বিষয় প্রথমে নিশ্চিত করতে চাই, এই বিশ্বকাপের সবগুলো সিদ্ধান্ত কাতার ও ফিফা যুগ্মভাবে নিয়েছে। কাতারে অনেক ফ্যান জোন থাকবে যেখানে আপনি অ্যালকোহল কিনতে এবং পান করতে পারবেন। যদি এটি বিশ্বকাপের সবচেয়ে বড় ইস্যু হয়, তাহলে তৎক্ষণাৎ পদত্যাগ করে সমুদ্র-সৈকতে আরামে দিন কাটাব আমি। ’