হজে আরো দুই বাংলাদেশির মৃত্যু

0

কাজির বাজার ডেস্ক

হজ করতে সৌদি আরব গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- কুমিল্লার মো. শাহ আলম (৭৭) ও কিশোরগঞ্জের সুফিয়া খাতুন (৬২)। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি মারা গেলেন।
এদিকে বুধবার চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ১২৯ বাংলাদেশি হজযাত্রী। মোট ২১৭টি ফ্লাইটে তাঁরা দেশটির মক্কা ও মদিনায় পৌঁছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন।
এর মধ্যে ১৩ জন মক্কায় এবং চারজন মদিনায় মারা যান। সর্বশেষ বুধবার (১২ জুন) মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২) নামে দুজন মারা যান। তাদের বাড়ি কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায়। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।
গত ৯ মে থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। বুধবার (১২ জুন) পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলে।
হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
আজ শুক্রবার (১৪ জুন) থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে এবং পরদিন শনিবার (১৫ জুন) হাজিরা আরাফা প্রাঙ্গণে অবস্থান করবেন।