ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

3

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে ৬টি সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশরাফ আলী (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আশরাফ আলী উপজেলার, মন্ডলকাপন পশ্চিম মোহাম্মদপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র। মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা থানার ডগার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধে ৬টি সিআর মামলায় অভিযুক্ত আশরাফ আলী দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য এবং এএসআই সোনা মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঢাকার ডেমরা থানার ডগার বাজার এলাকা থেকে আশরাফকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী ওসমানীনগর থানার এস.আই সবিনয় বৈদ্য বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামি আশরাফ আলীকে গ্রেফতার করতে সক্ষম হই। রবিবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।