জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে এক মাদকসেবী উপজেলা প্রশাসনের একটি কম্পিউটার মনিটর চুরি করে ২০ টাকায় বিক্রি করে দিয়েছে, তাও আবার বাকিতে। এ নিয়ে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত রবিবার রাত প্রায় সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারির (সি/এ) অফিস থেকে একটি কম্পিউটার মনিটর চুরি হয়। চোর অফিসের জানালা দিয়ে কৌশলে মনিটরটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। চুরির দৃশ্যটি উপজেলা প্রশাসনের সিসি ক্যামেরায় ধরা পড়ে। গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি গ্রামের কনর মিয়ার ছেলে মাদকসেবী ফরিদ মিয়াকে (২৫) সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্য দেখে চোর সনাক্ত করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার হবিবনগর গ্রাম এলাকার এক মুছি বাড়ি থেকে চুরি যাওয়া মনিটর উদ্ধার করা হয়। থানায় আটককৃত মাদকসেবী চোর ফরিদ মিয়া চুরির কথা স্বীকার করে জানায়, সে রোববার রাতে জগন্নাথপুর বাজারের আবাসিক হোটেল সোহাগের ৯ নং কক্ষে রাত্রিযাপন করে চুরি করেছিল। চুরি করা বস্তুটি কি সে জানে না। যে কারণে এক মুছির কাছে ২০ টাকায় বিক্রি করে দিয়েছে, তাও আবার বাকিতে।