ছাতক থেকে সংবাদদাতা :
বিলাত বাংলা নিউজ পোর্টালের বর্ষপূর্তি হিসেবে সুনামগঞ্জে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় সুনামগঞ্জ পৌরশহরের পৌর বিপণী মার্কেটের তৃতীয় তলায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, বর্তমান প্রযুক্তির যুগে দেশ-বিদেশের সংবাদ মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে। দেশে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার পাশাপাশি সংবাদ পরিবেশন করছে অসংখ্য অনলাইন পোর্টাল। এর মধ্যে বিলাত বাংলা নিউজ অন্যতম অনলাইন পোর্টাল। বিলাত বাংলা নিউজ যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের সুখ দু:খ, সমস্যা ও সম্ভাবনার কথা বলছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে এক বছরে অনলাইন পোর্টালটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বিলাত বাংলা নিউজের উপদেষ্ঠা সম্পাদক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও অনলাইন সম্পাদক টিএ সুলেমানের পরিচালানায় অনুষ্ঠিত সভায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, অর্থ সম্পাদক একে কুদরত পাশা, কার্যকরি কমিটির সদস্য ও বাংলাদেশ প্রতিদিন এবং বাংলা ভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল।
স্বাগত বক্তব্য রাখেন, বিলাত বাংলা নিউজ পোর্টালের বার্তা যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব এবং দৈনিক শ্যামল সিলেটের ছাতক উপজেলা প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহ জাহান চৌধুরী, দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক সিলেট বাণীর জেলা প্রতিনিধি মাসুক মিয়া, শামছুল কাদির মিছবাহ, বাংলা নিউজের আশিকুর রহমান পীর, বিজনেস বাংলাদেশ এর দিলাল আহমদ, কলকাতা টিভির দেওয়ান তাসাদুজ্জামান রাজা ইমন, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি রেজাউল করিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফুয়াদ সানি তালুকদার, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, বৈশাখী টিভির কর্ণ বাবু দাস, বণিক বার্তার আল আমিন, দৈনিক সুনামকন্ঠের রুমেল আহমদ, দৈনিক জৈন্তাবার্তার মনোয়ার চৌধুরী, মোশাহিদ রাহাত, ব্যবসায়ী শামীম আহমদ, সিলেট ক্ষীনব্রিজ রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান শহীদুল ইসলাম প্রমুখ।