নিখোঁজ কাজিরবাজার মাদ্রাসা ছাত্র শাহজালাল (রহ.) মাজার থেকে উদ্ধার

8

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশারের পুত্র নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র লিমন হোসেনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।
‘লেখাপড়ার চাপে’ গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বের হয়ে লিমন মাদ্রাসায় যায়নি। পরে বাসায়ও ফেরেনি সে। সকল সম্ভাব্যস্থানে খোঁজ করে তাকে না পেয়ে লিমনের উদ্বীগ্ন বাবা গত ১৩ অক্টোবর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তাকে খুঁজতে মাঠে নামে পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারের বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে।