সিলেটের ১১ উপজেলায় ভোটগ্রহণ কাল, সাধারণ ছুটি ঘোষণা

1

স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগের ১১ উপজেলায় আগামী কাল মঙ্গলবার ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য ওইসকল উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, কাল মঙ্গলবার সিলেট বিভাগের ১১ উপজেলা সহ দেশের ১৫৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের ১৫ মে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২১ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
সিলেট বিভাগের সাধারণ ছুটির আওতাভুক্ত উপজেলাগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, মৌলভীবাজার জেলার সদর ও রাজনগর, হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ।