কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীতে বর্তমানে অচলাবস্থা বিরাজ করায় সার্বিক অবস্থা মনিটরিং করছেন, সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত কোয়ারী এলাকা পরিদর্শন করেন, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসাইন ও সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের (এডিসি) রেভিনিউ আসলাম উদ্দিন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম।
এ সময় তারা গত ২ দিন থেকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগিতায় গত শুকনো মৌসুমে কোয়ারী থেকে উত্তোলনকৃত মজুদকৃত পাথরের স্তুপ মাপযোগ সহ সার্বিক বিষয় মনিটরিং করেন। পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসাইন ও রেভিনিউ কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে দেশের সমস্ত পাথর কোয়ারীগুলো থেকে পাথর উত্তোলন, পরিবহন ও বিপনন সহ ইজারা প্রক্রিয়া একেবারে বন্ধ রয়েছে। ভবিষ্যতেও কোন পাথর মহাল ইজারা দেওয়া হবে না মর্মে সরকারের সিদ্ধান্ত রয়েছে। লোভাছড়া পাথর কোয়ারী এলাকা আমরা পরিদর্শন করে সেখানে কি ধরনের কার্যক্রম চালানো হচ্ছে এবং কোয়ারীর নির্দিষ্ট এলাকা সহ আশপাশ এলাকার প্রাকৃতিক পরিবেশ কেমন রয়েছে তা আমরা প্রত্যক্ষ করেছি। কোয়ারীতে বর্তমানে কতটুকু মজুদকৃত পাথর রয়েছে তা মাপযোগ করা হয়েছে। সরকারের নির্দেশ ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে কয়েকদিনের মধ্যে কোয়ারীতে কি ধরনের কার্যক্রম করা যায় তা আপনারা জানবেন। তবে সাধারণ খেটে খাওয়া শ্রমিকরা যাতে করে কর্মহীন হয়ে না পড়েন এজন্য কোয়ারীতে যারা কাজ করে থাকেন তাদের বিকল্প কর্মসংস্থানেরও চিন্তাভাবনা সরকারের রয়েছে বলেও তিনি আরো জানান।