স্পেন ও ইরানে আরও ৩শ’ ৫৮ জনের মৃত্যু ॥ অস্ট্রেলিয়া-চিলিতে জরুরী ও দুর্যোগপূর্ণ অবস্থা জারি, জার্মানিতে কার্ফু

14

কাজিরবাজার ডেস্ক :
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ১৭৬ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৭ হাজার ৭৬৪ জন। এর মধ্যে নয় হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮৫ হাজার ৯৮৫ জন। এদিকে করোনা ভাইরাসে নতুন করে স্পেনে ২০৯, ইরানে ১৪৯, যুক্তরাষ্ট্রে ৩, ভারতে ১, পাকিস্তানে ২, রাশিয়ায় ১ ও জাপানে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ায় জরুরী, জার্মানিতে কার্ফু এবং চিলিতে ৯০ দিনের ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা জারি করা হয়েছে।
স্পেনে ২৪ ঘণ্টায় আরও ২০৯ জনের মৃত্যু : করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭ জন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। নতুন করে আরও প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন।
ইরানে আরও ১৪৯ জনের মৃত্যু : মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ১৪৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া হচ্ছে। সেই ছবি মহাকাশ থেকে ধরা পড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটিতে প্রতি ঘণ্টায় অন্তত ৪৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন তিনজন করে। বৃহস্পতিবার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রায়েইসি বলেছেন, বর্তমানে কোভিড-১৯ প্রতি ঘণ্টায় ৪৩ জনের শরীরে সংক্রমণ ঘটাচ্ছে এবং প্রাণ কেড়ে নিচ্ছে তিনজনের। আলী রেজা রায়েইসি বলেছেন, এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৮৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আক্রান্ত মোট ১৮ হাজার ৪০৭ এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৭১০ জন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯২ জন।
ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫, আক্রান্ত ৩০৯ : ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার একথা জানায়। সরকারী মুখপাত্র আহমেদ উরিয়ান্ত জানান, দেশব্যাপী নতুন করে আরও ৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৯ জনে দাঁড়াল। তিনি আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।
পাকিস্তানে মৃত ২, একদিনে আক্রান্ত শতাধিক : পাকিস্তানে প্রাণঘাতী নতুন করোনা ভাইরাসে একদিনে শতাধিক মানুষ আক্রান্ত এবং প্রথমবারের মতো দু’জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা তিন শ’ পেরিয়ে গেছে।
ভারতে করোনায় চতুর্থ মৃত্যু, অবতরণ নয় কোন আন্তর্জাতিক বিমানের : ভারতের পাঞ্জাবে করোনাভাইরাস সংক্রমণের ফলে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। এদিকে বুধবার কাশ্মীরের শ্রীনগরে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। শ্রীনগরের মেয়র জুনাইদ আজিম মাত্তু এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ভারতের রাজধানী দিল্লীর সফদরজঙ্গ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি এক ব্যক্তি আতঙ্কে আত্মহত্যা করেছেন। এদিকে করোনাভাইরাসের কারণে ২২ মার্চ থেকে ভারতের মাটিতে অবতরণ করতে পারবে না কোন আন্তর্জাতিক বিমান। ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে এই পদক্ষেপ ঘোষণা করল দেশটির কেন্দ্রীয় সরকার। এদিকে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এয়ারলাইন্স কোম্পানিগুলো ১.৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) অর্থ সহায়তার পরিকল্পনা করছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি জ্বালানি করাসহ কোম্পানিগুলোর ওপর ধার্য করা বিভিন্ন কর সাময়িকভাবে স্থগিতের বিষয় বিবেচনা করছে অর্থ মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রে ৩ জনের মৃত্যু, নিজেকে যুদ্ধকালীন প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের, দুই আইনপ্রণেতা করোনায় আক্রান্ত : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি পরিবারের সাত সদস্য নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তাদের দু’জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সেখানে ১৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাইরাসের বিরুদ্ধে নতুন কার্যকরী পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন এবং নিজেকে যুদ্ধকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। এছাড়া ট্রাম্প সামরিক জাহাজে হাসপাতাল চালুর ঘোষণা দিয়েছেন। এদিকে প্রথম অস্থায়ী করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে নিউইয়র্ক সিটির স্ট্যাটেন্ট আইল্যান্ডে। সর্বসাধারণের জন্য টেস্টিং সুবিধাটি বৃহস্পতিবার সকাল থেকে সিভিউ এভিনিউর নিকটবর্তী সাউথ বিহেভিওরাল হেলথ সেন্টারের পার্কিং লটে পাওয়া যাবে।
রাশিয়ায় প্রথম মৃত্যু : রাশিয়ায় নোভেল করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। দেশটিতে বৈশ্বিক মহামারী করোনায় এটিই প্রথম মৃত্যু। বৃহস্পতিবারের এক প্রতিবেদনে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭ বলে জানানো হয়েছে।
জাপানে এক জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৯২৪ : জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার সময় জানিয়েছে, ওসাকায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছে এবং হিয়োগো, ওয়াকাইয়ামা ও ইবারাকি অঞ্চলে নতুন করে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯২৪ জনে দাঁড়িয়েছে।
কেনিয়ায় করোনা আক্রান্ত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা : আফ্রিকার দেশ কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন সন্দেহে এক যুবককে পেটায় একদল মানুষ। প্রচ- মারধরের শিকার হওয়া ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা গেছে।
ইতালিতে ২৬২৯ মেডিক্যাল কর্মী করোনায় আক্রান্ত : ইতালিতে ২ হাজার ৬২৯ মেডিক্যাল কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপ এতটাই ছড়িয়ে পড়েছে যে, সেখানকার অবরুদ্ধ (লক ডাউন) পরিস্থিতি এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটিতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ৮ দশমিক ৩ শতাংশই চিকিৎসক এবং নার্স। ইতালিতে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। ইতালিতে বুধবার করোনা ভাইরাসে প্রায় ৫শ’ জন মারা গেছে। এ সংখ্যা অন্য কোন দেশে একদিনে মারা যাওয়া যে কোন সংখ্যার চেয়ে বেশি।
মালয়েশিয়ায় আরও ১১০ জন করোনায় আক্রান্ত : মালয়েশিয়ার নতুন করে আরও ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৯০০। এছাড়া মৃত্যু হয়েছে দুজনের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ায় জরুরী অবস্থা জারি : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনাভাইরাসের কারণে বুধবার দেশটিতে জরুরী অবস্থা জারি করেছেন। এছাড়া দেশটির নাগরিকদের আগামী ছয় মাস বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতেও আহ্বান জানিয়েছেন তিনি। দেশটিতে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে জীবনযাত্রায় পরিবর্তন অব্যাহত থাকবে। এটা প্রতি ১০০ বছরে ঘটে থাকে এমন ঘটনা।
জার্মানিতে কার্ফু জারি : করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জার্মানির একটি শহরে কার্ফু জারি করা হয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণের প্রদেশ বাভারিয়ার মিত্তেরতেইচ শহরে বুধবার কার্ফু জারি করা হয়েছে। তবে এর মধ্যেও স্থানীয়রা মুদি পণ্য কেনা, কর্মস্থল ও চিকিৎসকের কাছে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। ২ এপ্রিল পর্যন্ত এ কার্ফু বলবত থাকবে।
চিলিতে ৯০ দিনের ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা জারি : নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ায় লাতিন আমেরিকার দেশ চিলিতে ৯০ দিনের জন্য জাতীয় ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা ঘোষণা করেছেন সে দেশের প্রেসিডেন্ট স্তেয়ান পিনেরা। চিলির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।
সব ধরনের ভিসা বাতিল করেছে আরব আমিরাত : করোনা ভাইরাসের কারণে সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে আরব আমিরাত। বৃহস্পতিবার দুপুর থেকে আগামী দু’সপ্তাহ সব ধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকবে। বৈধ ভিসাধারী ব্যক্তি যারা বর্তমানে আমিরাতের বাইরে রয়েছেন তারা কেউই এখন আমিরাতে প্রবেশ করতে পারবেন না। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
ইইউ’র প্রধান ব্রেক্সিট আলোচক বার্নিয়ার করোনায় আক্রান্ত : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ব্রেক্সিট আলোচক মাইকেল বার্নিয়ার তার স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার কথা জানিয়েছেন। বুধবার এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে এবং তিনি বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন বলে বৃহস্পতিবার সকালে এক টুইটে জানিয়েছেন বার্নিয়ার।