কাজির বাজার ডেস্ক
বছর ঘুরে আবার সরব হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনার হজ ক্যাম্প। প্রতি বছর হজে যাওয়ার আগে ঢাকা ও ঢাকার বাইরের যাত্রীরা এই ক্যাম্পে ওঠেন। নির্দিষ্ট সময়ে বিমানের ফ্লাইট ধরতে কয়েক দিন আগেই ক্যাম্পে আসতে শুরু করেন দূর-দূরান্তের হজযাত্রীরা। এবারের নিয়ম অনুযায়ী ফ্লাইটের অন্তত ৬ ঘণ্টা আগে ক্যাম্পে উপস্থিত হতে হচ্ছে হজযাত্রীদের। তাই ফ্লাইট শুরু হলেও হজ ক্যাম্পে হজযাত্রীরা আসতে শুরু করেছেন আরও দুদিন আগে থেকে।
হজ ক্যাম্পে সরেজমিনে ঘুরে দেখা যায়, আগত হজযাত্রীদের অনেকেই ক্যাম্পের বাইরে অপেক্ষা করছেন। মূলত গত কয়েক বছরের ন্যায় এবারও হজযাত্রী ব্যতীত কাউকে হজ ক্যাম্পে প্রবেশ করতে না দেওয়ায় অনেক হজযাত্রী ক্যাম্পে পৌঁছানোর পরও সঙ্গে আসা প্রিয় স্বজনদের সঙ্গে আরও কিছু সময় পার করতে বাইরে অপেক্ষা করেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা দিতে নিয়োজিত আছেন অনেক পুলিশ সদস্যও। খোলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কন্ট্রোল রুম। হজযাত্রীদের নিরাপত্তার প্রসঙ্গে এয়ারপোর্ট জোনের পুলিশ পরিদর্শক মোস্তাক আহমেদ বলেন, এবার হজ ক্যাম্পের প্রবেশমুখে আমাদের চেকোপোস্ট খোলা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত আছে।
তবে সরেজমিনে পাওয়া যায়নি কোনো বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর তথ্য। তবে এ বিষয়ে তথ্য জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ৫টি ফ্লাইটে সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বেসরকারি ব্যবস্থাপনায় মোট দেড় হাজার হজযাত্রী।
হজ ফ্লাইট : ২০২৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি৩৩০১ বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দশে যাত্রা করে। বৃহস্পতিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসানসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।