জামালগঞ্জে হাওরে নৌকা ডুবিতে মা ও ছেলে নিখোঁজ, আহত ২১

44

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে আকস্মিক ঘূর্ণিঝড়ে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ ও ২০ জন আহত অবস্থায় জামালগঞ্জ হাসপাতালে চিৎকিসা দিন আছে। গতকাল ২০ আগষ্ট ২টায় জামালগঞ্জ উপজেলার সদর থেকে ইঞ্জিন চালিত নৌকায় চালক ২৩ জন যাত্রী নিয়ে ফেনারবাক গ্রামে যাবার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বিউটি আক্তার ভীমখালী ইউনিয়নের সেলাইয়া গ্রামে তার পিতৃালয় থেকে স্বামীর বাড়ি ফেনারবাক গ্রামে ঈদেও আনন্দে শরীক হওয়ার জন্য যাচ্ছিলেন জানা যায় নিখোঁজ বিউটি আক্তার (২৫) ফেনারবাক ইউপির উদ্যোক্তা ছিলেন ও তার ছেলে শিফাত উল্লা (৭) নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে রয়েছে আব্দুল আউয়াল চৌধুরী (৬৫), ফয়জুন্নুর চৌধুরী (৫৫), হেনা বেগম (৪০), তার ছেলে এমদাদুল (২৪), জুলফা আক্তার (৫), রইছ মিয়া(৩৭), শামছুল হক(৪০), অন্তর মিয়া (১৫) মুক্তিযোদ্ধা কমল আলী(৭৫), মার্জিয়া (৯), ডরিন আক্তার (১৬), রেন্সী আক্তার (৬), কলি বেগম (২৩), শিক্ষিকা স্বর্ণা আক্তার (৩২), আবুল হাশেম (৪৫), তার নাতী মাহিন মিয়া (৯),শফিক মিয়া (২৫),প্রিয়া বেগম (২২),তার ২ দিনের শিশু, জাকারিয়া (১৩), সাহেরা বেগম (৪০) প্রমুখ। সবাই ফেনারবাক গ্রামের আহত প্রিয়া বেগমের নব যাতক শিশুকে উন্নত চিৎকিসার জন্য সিলেট প্রেরণ করা হয়েছে।