শাল্লা সংবাদদাতা
সুনামগঞ্জের শাল্লায় ভান্ডাবিল হাওরের নোয়াজাঙ্গাল নামক ২৫নং পিআইসির ফসলরক্ষা বাঁধের মাটি বহন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাক মেশিনের নিচে পড়ে নুর ইসলাম (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার হবিবপুর ইউপির ভান্ডাবিল হাওরে এ চালকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ২৫নং পিআইসির সভাপতি কালীপদ দাশ বলেন, আমার পিআইসির বাঁধে ১৫দিন ধরে কাজ করছিল নুর ইসলাম। তার ড্রাম ট্রাকের ব্রেক ছিল না। গাড়িটি যখন উল্টে যাচ্ছিল তখন আমি চিৎকার করে বলছিলাম লাফ দাও। কিন্তু ড্রাইভার আমার কথা শুনেননি। গাড়িটা উল্টে যায়। পরে ইঞ্জিনের নিচে পড়ে গিয়েই তিনি মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জ তবে বাবার নাম জানি না।
৪নং ইউপি সদস্য বিশ্বরূপ দাশ বলেন, ড্রাম ট্রাকের ব্রেক ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ইঞ্জিনের নিচে পড়ে মারা যায় লোকটি। ড্রাইভারের মাথা ফেটে গেছে, কোমরের হাড় ভেঙে যায়।
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থলে গেছে। মৃত লোকটির বাড়ি থেকে লোকজন আসবেন। তবে ঘটনাস্থল থেকে এখনও থানায় লাশ নিয়ে না আসায় নাম ঠিকানা বলতে পারছি না।