কালিঘাটের পেঁয়াজের বাজরে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

39

 

স্টাফ রিপোর্টার

সিলেটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার বিকেলে নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার কালিঘাটের পেঁয়াজপট্টিতে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না রাখার কারণে রঞ্জিত বানিজ্যালয় নামে এক প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরেজমিন দেখা গেছে, বাজার মনিটরিং করতে ম্যাজিস্ট্রেট আসছেন এমন খবর পেয়ে বেশ কৌশলী হয়ে উঠেন ব্যবসায়ীরা। দোকানে থাকা পণ্যমূল্যের তালিকা নামিয়ে নেন। যে তালিকায় প্রতিকেজি পেঁয়াজের মূল্য ছিলো ১৮০ টাকা। কিন্তু ম্যাজিস্ট্রেট এর সামনে তারা কেজিপ্রতি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি করছেন বলে জানান।
এসময় অনেক আড়তের মালিক জানান, সারাদিন ক্রেতা একেবারেই আসেনি। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার আগে এই আড়তদারদের পাইকারিভাবে বেচাকেনা করতে দেখা গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, কালিঘাটে পেঁয়াজের বাজারে অভিযানে বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা ছিলো না। এছাড়া তারা বিক্রির ক্ষেত্রেও কোনো রশিদ দেন না এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন। এ অভিযোগে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শ্যাসল পুরকায়স্থ বলেন, আমরা বাকিদেরও সতর্ক করে দিয়েছি যাতে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করেন।