সিলেটে বই উৎসব \ বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা

20
আম্বরখানা কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
সিলেটে নতুন বছরের নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ¡সিত শিক্ষাথীরা। প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। গতকাল রবিবার সারাদেশের মতো সিলেটেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। বিদ্যালয় থেকে বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। তবে কোনো কোনো জায়গায় বই না পেয়ে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীদের।
করোনার মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। এবার আর সে প্রতিবন্ধকতা না থাকার কারণে গতকাল ১ জানুয়ারি সারাদেশে সাড়ম্বরেই উৎসব করে সরকার।
রবিবার সকালে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৩ শুরু হয় সকাল ১০ টায়। এখানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
এছাড়াও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজা জিসি উচ্চ বিদ্যালয়, বøু-বার্ড হাই স্কুল, দক্ষিণ সুরমার চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথের জনঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ সিলেটের প্রত্যেকটি স্কুলে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।
জানা যায়, আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয় হয়।
গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণের জন্য ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস- ২০২৩’ উদযাপনের জন্য।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব হবে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসব হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে। অন্যান্য বছরের মতো গত শনিবার ৩১ ডিসেম্বর সকাল ১০টায় বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিটি শ্রেণির একজন করে শিক্ষার্থীকে এক সেট করে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি।
এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে। এরমধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে নয় কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৭৭ কপি।
হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমি : ১ জানুয়ারি দেশেব্যাপি বই উৎসবের অংশ হিসাবে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমির বই উৎসব রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। একাডেমির প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহিন আহমদের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মো. সালা উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আজমল আলী, সদস্য আব্দুল আহাদ, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ সুলেমান, হেলাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুস সালাম, কাওছার আহমদ, সাহিদা আফরুজা, নাছিমা আক্তার, শারমিন ফেরদৌসি, রুকসানা বেগম প্রমুখ।
সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ : পহেলা জানুয়ারি সারা দেশে বই উৎসবের অংশ হিসাবে সিলেট শহরতলির সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে রবিবার (১ জানুয়ারি) বেলা ১টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল বাছিতের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ, গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ, সদস্য মো. আরব আলী, আব্দুস শহীদ, মো. রফিক মিয়া, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সাবেক সদস্য আব্দুল হান্নান, আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল হামিদ, আব্দুস সালাম, মতিন খাঁ, মকবুল মিয়া, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক সভাপতি এসএম তারা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী, সাবেক সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. সোরাব উদ্দিন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সিলেট জেলা তাতী লীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, সিলেট সদর উপজেলা যুবলীগ লীগনেতা আব্দুস সালাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছুয়াব আলী প্রমুখ।
আল হিকমাহ বিদ্যানিকেতন : সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশে আল হিকমাহ বিদ্যানিকেতন এর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
(১ জানুয়ারি) রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন। এসময় তিনি বলেন-প্রতি বছরের ন্যায় এবারেও জানুয়ারির প্রথম দিনেই বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরে আনন্দে মেতে উঠে।
এ সময় উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাসিত, হাবিবুর রহমান, নাছির আহমদ সহ অভিভাবকবৃন্দ।
সানরাইজ পাবলিক স্কুল : সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। (১ জানুয়ারি) রবিবার সকাল সাড়ে ১১টায় স্কুলের হলরুমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
সানরাইজ পাবলিক স্কুলের প্রিন্সিপাল আহমদুর রহমান আনোয়ার এর সভাপতিত্বে বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়েল ভাইস প্রিন্সিপাল তাহমিনা বেগম চৌধুরী বিউটি, সহকারী শিক্ষক সুজিদ কুমার দেব, আলিমা চৌধুরী, ফাহমিদা পারভিন রুমি, ফারাবি রহমান চৌধুরী প্রমুখ।
দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ শিক্ষাই দারিদ্র্য মুক্তির প্রধান হাতিয়ার। আমাদের ছেলেমেয়েরা এত মেধাবী, তাদেরকে আরো মনযোগ সহকারে শিক্ষা দিতে হবে। পাশাপাশি অভিভাবকরা ও শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের গুরুত্ব দিতে হবে।
তিনি (১ জানুয়ারি) রবিবার সকাল ১১টায় নগরীর দরগাহ মহল্লাস্থ দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা সুলতানা, সহকারি শিক্ষক ¯িœগ্ধা চক্রবর্তী, রোমানা আক্তার রীমা, ১নম্বর ওয়ার্ড সচিব সালমান আহমদ প্রমুখ।