সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনে এখন পর্যন্ত ১৭ জন প্রার্থী : ১৩ জন হতে চান নৌকার মাঝি

97

জাকারিয়া হোসেন জোসেফ, দিরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্ব›দ্বীতা করতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সর্বমোট ১৭ জন ও আওয়ামী লীগ ও জোট মিলে ১৩ জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে আওয়ামী লীগের ১১ জন, বাসদ ও জাসদের দুইজন, স্বতন্ত্র ২ জন, জাতীয় পার্টির ২ জন। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্ব চলছে একি আলোচনা কে হবেন নৌকার মাঝি, তবে বেশির ভাগের আলোচনায় এম পি জয়া সেন গুপ্তা আর না হলে বর্তমান আই জি পির ভাই আল আমিন চৌধুরীর নাম শুনা যাচ্ছে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, মুক্তিযুদ্ধে শহীদ তালেব উদ্দিনের সহোদর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, শাল্লা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর তানভীর তুলি, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও দিরাই উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী, সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সুবীর নন্দী দাস। এছাড়াও মহাজোটের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসদের কেন্দ্রীয় নেতা হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন। জাতীয় পার্টি থেকে আলী হোসেন সরকার ও জাহির আলী, স্বতন্ত্র থেকে ব্যারিষ্টার ফখরুল আলম শামিম ও জামিল চৌধুরী।