জগন্নাথপুরে অভিনব প্রতারণা, প্রাইভেট কার আটক

12

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত যুবকের অভিনব প্রতরণার শিকার হয়েছেন ব্যবসায়ী ও গাড়ি চালক। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট শহর থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে জগন্নাথপুর বাজার এলাকায় আসে এক অজ্ঞাত যুবক। জগন্নাথপুর পৌর শহরের প্রধান সড়কের পাশে গাড়ি রেখে বাজারে গিয়ে এক মুদি দোকানে ৫ হাজার টাকার শিরণির বাজার করে ওই যুবক। এ সময় মুদি দোকানী অনকুল দেবের কাছ থেকে মাংস কেনার কথা বলে আরো নগদ ৫ হাজার টাকা নিয়ে সটকে পড়ে অজ্ঞাত ওই প্রতারক। যদিও ব্যাংক থেকে টাকা তুলে দোকানীকে প্রদানের কথা বলেছিল সে। অন্যদিকে-গাড়ির ভাড়ার আশায় বসে থাকে সিলেটের আখালি এলাকার চালক আবদুল গফ্ফার। এক পর্যায়ে দোকানীর লোকজন গিয়ে ভাড়ায় আসা প্রাইভেট কারকে আটক করেন। তখন চালক জানান, তিনিও তার যাত্রী নামের প্রতারককে চিনেন না। ঘটনাটি জানাজানি হলে সন্ধ্যারাতে ওই প্রাইভেট কারকে ঘিরে রীতিমতো হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশও ঘটনাস্থলে যান। শেষ পর্যন্ত প্রতারকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে প্রতারকের ব্যবহৃত প্রাইভেট কার আটক রয়েছে।