রায়হান হত্যাকান্ড : পুলিশ কর্মকর্তাকে জেরা

2

স্টাফ রিপোর্টার

নগরীর বন্দরবাজার ফাঁড়িতে আলোচিত রায়হন আহমদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে। চলছে সাক্ষীদের জেরা। বৃহস্পতিবার মামলার সাক্ষী অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে জেরা করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবুল ফজল চৌধুরী জানান, আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষী শাহরিয়ার আল মামুনকে জেরা করেছেন। মামলায় ৬৯ জনে মধ্যে ৫৬ জন সাক্ষ্য দিয়েছেন। খুব শিগগিরই সাক্ষ্যগ্রহণ শেষ হবে।
২০২০ সালের ১১ অক্টোবর রাতে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করার সময় মারা যান তিনি। আলোচিত এ ঘটনার পর পর্যায়ক্রমে পুলিশের তিন কর্মকর্তা ও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এসআই হাসান ছাড়া সবাই কারাগারে রয়েছেন।
২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। এতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভ‚ঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন- বরখাস্ত হওয়া এএসআই আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই মোঃ হাসান উদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। গত বছরের ১৮ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। আসামিদের মধ্যে নোমান বিদেশে পালিয়ে গেছেন। বাকিদের ৪ জন কারাগারে ও একজন জামিনে রয়েছেন।