হবিগঞ্জে আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি কোম্পানীগঞ্জে গ্রেফতার

5

 

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জে আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন দিন পর মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে (২৪) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু মিয়া ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
তিনি জানান, শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে তথ্য নিয়ে তাকে কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমন্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যায়।
এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। তার বিরুদ্ধে আদালতের পুলিশ বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে।