স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুুুুরমার বদিকোনায় সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিমপাড়া মারকাজের সামনে মর্মান্তিকভাবে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
নিহতরা হচ্ছে- দক্ষিণ সুরমার মোহাম্মদপুর গ্রামের সৈয়দ মজলিস আলীর কন্যা ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী লিয়া বেগম (১৭), তার চাচাতো বোন একই গ্রামের লিয়াকত হোসেনের কন্যা ও দক্ষিণ সুরমা নুরজাহান মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকা চাঁদনী (১৮) ও তাদের ভাবি মোছাম্মৎ তাসনিম বেগম (২৫), এবং আহতরা অটোরিক্সার যাত্রী জুবায়ের আহমদ। অপর আহদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে হাতে মেহেদীর দাগ শুকায়নি বিয়ের মাত্র হয়েছে কয়েক দিন। এর মধ্যে দুই ননদসহ লাশ হয়ে নববধূ তাসলিমা বেগমকে বাড়ী ফিরতে হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা (ঢাকামেট্রো-জ-১১-১৯৯২) নং বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা (সিলেট-থ-১২-৫৯৩৮) নং একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আয়শা ও তার ভাবী তাসনিম আক্তার। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়ার পর পরই আয়শা এবং রাতে তাসনিম আক্তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে এ সময় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।
দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাশ বলেন, নিহত দু’জনই কলেজছাত্রী। তারা সম্পর্কে চাচাতো বোন। তাদের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে যায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ঢাকা-সিলেট সড়কের বদিকোনায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান। নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী ছিলেন। এদের মধ্যে চাঁদনী ও লিয়া দু’জনই দক্ষিণ সুরমার দুটি কলেজের শিক্ষার্থী। ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটি আটক করে এবং কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে বলে জানান তিনি।