কে.এম লিমন, গোয়াইনঘাট
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ও বিছনাকান্দি ইউনিয়নে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে দিনব্যাপী পরিচালিত টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বালুবাহী নৌকা থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, রুস্তুমপুর ও বিছনাকান্দি ইউনিয়নের পিয়াইন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলন বন্ধে গোয়ানঘাটের সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হোসেন এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।