রবীন্দ্র স্মরণোৎসবে বিতর্কিতদের বাদ দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণস্বাক্ষর শুরু

7

রবীন্দ্র স্মরণোৎসবের কমিটি থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিতর্কিতদের বাদ দেওয়ার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণস্বাক্ষর শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি বাউল শিল্পী বিরহী কালা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক, ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণস্বাক্ষর অনুষ্ঠানে বক্তওব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গীতিকার ও সহসভাপতি সিরাজ আনোয়র, সাংগঠনিক সম্পাদক ও কন্ঠশিল্পী ডি কে জয়ন্ত, সম্পাদক মন্ডলির সদস্য কনঠশিল্পী এম এইচ নিজাম, কবি ও সাংবাদিক দেবব্রত রায় দিপন, সংগঠক এম এ মান্নান, সাংবাদিক নাজমুল কবীর পাবেল, মারুফ আহমদ, চাঁদের হাট সিলেট জেলার আহবায়ক সাংবাদিক আঙ্গুর মিয়া, মিজান রাজা চৌধুরী, শিল্পী ফারুক আহমদ প্রমুখ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। কর্মসূচি সফলে জোটের অন্তর্ভুক্ত সকল সংগঠন এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী। বিজ্ঞপ্তি