সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জর শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে ক্যারাম খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় সুফি মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। তিনি ঠাকুরভোগ গ্রামের মৃত গোরাই মুন্সির ছেলে। শুক্রবার বিকেলে পলাতক অবস্থায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ চৌধুরী। এর আগে ২২ জুলাই বাচ্চাদের ক্যারাম খেলাকে কেন্দ্র করে উপজেলার ঠাকুরভোগ গ্রামের নূর মিয়া ও মানিক মিয়ার লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষে টেঁটা বল্লমের হামলায় মানিক মিয়ার পক্ষের মানিক মিয়া(৪৫) ও তার বাবা মনির মিয়া (৮২)গুরুতর আহত হলে সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়।
এই ঘটনায় শান্তিগঞ্জ থানায় সুফি মিয়াসহ ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন আহত মনির মিয়ার ছেলে মানিক মিয়া। এই মামলায় সুফি মিয়াকে দুই নাম্বার আসামি করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ওসি খালেদ বলেন, অভিযোগ দায়েরের পর এই প্রথম একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আমামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।