স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমায় প্রচারণার শেষদিনের গণসংযোগ চলাকালে ২৫নং ওয়ার্ডের ২ কাউন্সিলর প্রার্থী তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মুখোমুখি সংঘর্ষে উভয়পক্ষের ৩৬ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সাউথ সুরমা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় প্রচারণার শেষদিনে ওয়ার্ডের বাইপাস এলাকায় গণসংযোগ করছিলেন সদ্য সাবেক কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু। অন্যদিকে ওয়ার্ডের কাইয়স্তরাল এলাকায় গণসংযোগ করছিলেন অপর কাউন্সিলর প্রার্থী এবং সাবেক কাউন্সিলর আশিকুর রহমান আশিক। ২ কাউন্সিলর প্রার্থী তাদের কর্মী সমর্থক নিয়ে সাউথ সুরমা ফিলিং স্টেশনের সামনে মুখোমুখি হওয়ার পর সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তা ২ কাউন্সিলর প্রার্থীর সামনেই হাতাহাতি-মারামারি শুরু হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় সদ্য সাবেক কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টুসহ উভয়পক্ষের ৩৬ জন কর্মী সমর্থক আহত হন।
এ বিষয়ে ২৫নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু জানান, আমার কর্মী সমর্থকদের গালিগালাজ করেই আশিকের নির্দেশে হামলা চালানো হয়। আমিসহ আমার ২৫ জন কর্মী সমর্থক আহত হয়েছে। আমি নির্যাতনের শিকার হয়েছি। এর বিচারের ভার আমি আমার ওয়ার্ডবাসীর উপর ছেড়ে দিলাম। তারা কাল সোমবারের ব্যালটের মাধ্যমেই এর জবাব দিবেন।
২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিকুর রহমান আশিক জানান, সামান্য ভূল বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। আমার ১১ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তিনি জানান, বিষয়টি এলাকার মুরব্বীবৃন্দ সমাধান করে দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।