সুনামগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

3

 

সুনামগঞ্জ সংবাদদাতা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবি। ভারত বাংলাদেশ সীমান্তে গত ৯ মাসে আটককৃত এসব মাদকদ্রব্য রবিবার দুপুরে বিজিবি’র দপ্তরে ধ্বংস করা হয়।
এসময় ভারতীয় বিভিন্ন প্রকারের মদ ১৭ হাজার ৯৯৩ বোতল, বিয়া ৮২৮ বোতল, গাঁজা ১৩.৭ কেজি, বিভিন্ন প্রকারের বিড়ি ১ লাখ ৪৩৫ প্যাকেট, ১৮৭ পিচ ইয়াবা ধ্বংস করা হয়।
মাদক দ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জিএইচএম সেলিম হাসান, সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক মাহবুবুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্টেট ফারহান সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আলী হাসান রাসেল প্রমুখ।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বিবিজির পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ সীমান্তে নানা প্রতিকুলতা ও সীমাবদ্ধতা থাকারপরও মাদকদ্রব্য ও চোরাচালন রোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। মাদক ও চোরাচালান রোধে কোনো ছাড়া দেয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।