সিলেট বিভাগের ১৯ আসনে আ. লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

40

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ টি আসনে প্রার্থী চ‚ড়ান্ত করেছে আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) সবকটি আসনের মনোনয় চ‚ড়ান্ত হয়। তারপর একে একে বিভাগ অনুযায়ী তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন দলটি।
রবিবার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকা অনুযায়ী সুনামগঞ্জসহ সিলেটের ১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-
সুনামগঞ্জ-১ আসনে অ্যাড. রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মুহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
মৌলভীবাজার-১ আসনে আসনে বর্তমান সংসদ সদস্য শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ।
হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনে বর্তমান সংসদ সদস্য মাহবুব আলী।