শান্তিগঞ্জে ক্যারাম খেলা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

4

এমএম ইলিয়াছ আলী, শান্তিগঞ্জ থেকে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে ক্যারাম খেলা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহতসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর ২ টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়িতে ক্যারাম খেলছিল কয়েকজন তরুণ। এসময় খেলা নিয়ে আকলু মিয়ার ছেলে নয়নের সাথে গ্রামের মানিক মিয়ার ভাই শিপু’র বাকবিতন্ডা দেখা দেয়। যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ নিয়ে আকলু মিয়ার স্বজনেরা মানিক মিয়ার লোকদের মারধর করায় উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের গুরুতর জখমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা হলেন, ঠাকুরভোগ গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়ির মনির মিয়া(৭০), মনির মিয়ার ছেলে মানিক মিয়া(৪৫), ডালিম মিয়া(৩৭), আব্দুল মনাফের ছেলে আবদাল মিয়া(৬২), মখলিছের ছেলে আবুল মিয়া(৪২), নূর মিয়ার ছেলে টিটু(২৫)। তাৎক্ষণিক মুহুর্তে বাকি আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
আহতদের মধ্যে মনির মিয়া ও তার ছেলে মানিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গেলে পরিস্থিত নিয়ন্ত্রনে আসে।