কানাইঘাটে পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার

28

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে পৌরসভার নন্দিরাই গ্রামের খলিলুর রহমানের বাড়িতে এক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল পৌরসভার ধর্মপুর গ্রামের মোরাকীব আলীর পুত্র মাস্টার ফয়সল আহমদ (৪০) নন্দিরাই গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র হাসান আহমদ (৩০) ও ধনপুর গ্রামের সফিকুর রহমানের পুত্র রোমান আহমদ (২৫)। গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করেন। পুলিশের দাবি গ্রেফতারকৃতরা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত। দেশ বিরোধী গোপন বৈটকের সময় তাদের গ্রেফতার করা হয়। অপর দিকে গ্রেফতারকৃতদের স্বজনরা জানিয়েছেন গত বৃহস্পতিবার রাতে নন্দিরাই গ্রামের হাসান আহমদের বাড়ীতে এ তিন জন তাদের একটি সমিতির আয় ব্যয়ের হিসাবের সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দেশ বিরোধী কোন গোপন বৈটক সেখানে হয়নি বলে স্বজনদের দাবি। ওসি (তদন্ত) নুনু মিয়া জানিয়েছেন গ্রেফতারকৃতদের মধ্যে মাস্টার ফয়সল আহমদ ও রোমান আহমদের বিরোদ্ধে কয়েকটি মামলা রয়েছে, তারা জামাত শিবিরের লোক। গোপন বৈটকের সময় তাদের আটক করা হয়। ধৃতদের থানায় দায়েরকৃত পূর্বের একটি নাশকতামূলক মামলার আসামী দেখিয়ে গত শুক্রবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। উপজেলা জামাতের নেতৃবৃন্দরা জানিয়েছেন পুলিশ তাদের দলিয় নেতাকর্মী ও সাধারন লোকজনদের গ্রেফতার আবার শুরু করেছে।