জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক, টমটম, এলোপাতারি গাড়ি চলাচল, যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে সৃষ্ট তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সাথে ঘটেছে বিদ্যুৎ বিপর্যয়। তাই এসব সমস্যা সমাধানে ইজিবাইক ও টমটম বন্ধে কঠোর আনন্দোলনের ডাক দিয়েছে পরিবহন ঐক্য পরিষদ।
শুক্রবার জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আন্দোলন বাস্তবায়নের লক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী শাহ নিজামুল করিমের সভাপতিত্বে এবং পরিবহন ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ আবদুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিবহন ঐক্য পরিষদের সহ-সভাপতি আজিজ মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, ট্রাক সমিতির সহ-সভাপতি আলীরাজ, সিএনজি পশ্চিমপাড় সমিতির সহ-সভাপতি সেবুল মিয়া, সিএনজি পূর্বপাড় সমিতির সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ভবেরবাজার সমিতির নোমান আহমদ, কলকলিয়া সমিতির নানু মিয়া প্রমূখ।
এ সময় মাইক্রোবাস সমিতির আশিষ দেব, সিএনজি হেলিপ্যাড সমিতির সহ-সভাপতি মিন্টু মিয়া, রাণীগঞ্জ সমিতির সহ-সভাপতি বারিক মিয়া, হাসপাতাল পয়েন্ট সমিতির সভাপতি জাহেদ মিয়া, রসুলগঞ্জ সমিতির সাবেক সহ-সভাপতি লাল মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সুবর্ণনগর সমিতির সভাপতি সেফুল মিয়া, আলীগঞ্জ সমিতির সভাপতি শাহিন আহমদ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সকল বৈধ গাড়ির ড্রাইভিং লাইসেন্সধারী চালকরা অংশ গ্রহণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে হাজী শাহ নিজামুল করিম বলেন, অবৈধ ইজিবাইক, টমটম, এলোপাতারি গাড়ি চলাচল, যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে জগন্নাথপুর পৌর শহরে সৃষ্ট তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব ব্যাটারি চালিত ইজিবাইক ও টমটমের চার্জের কারণে ঘটেছে বিদ্যুৎ বিপর্যয়। তাই এসব সমস্যা সমাধানে ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করতে হবে। এসব অবৈধ গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নিতে প্রথমে আমরা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে স্বারকলিপি প্রদান করবো। তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, তাতেও কাজ না হলে অচিরেই অনির্দিষ্টকালের জন্য জগন্নাথপুর-সিলেট, জগন্নাথপুর-সুনামগঞ্জ ও জগন্নাথপুর-ঢাকা লাইনে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।