মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেছেন, সরকারের উন্নয়ন কাজ জনগণকে জানাতে হবে। সমাজ ভালো থাকলে আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকে। পুলিশ ও জনগণের সম্পর্ক ভালো থাকলে সমাজ এগিয়ে যায়। তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পৌরসভার হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই সাব্বির আহসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব।
বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলার আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভ‚ইয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি আবদুল হান্নান, সাংবাদিক শংকর রায়, হাফিজ মুহিবুর রহমান, পাইলগাঁও ইউপি সদস্য আলিম উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আহমদ আলী, আবদুস শহিদ প্রমূখ।
এ সময় পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, আশারকান্দি ইউপি সদস্য শওকত আলী, সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আলাল হোসেন রানা, কেশবপুর বাজার সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন আনু, জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই জিয়া উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রবাসীদের পক্ষ জগন্নাথপুর থানায় একটি নতুন গাড়ি উপহার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। এছাড়া জগন্নাথপুর পৌরসভায় আগমন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহকে বরণ করা হয়। এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর শাহিন মিয়া, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, সুহেল আহমদ, ছমির উদ্দিন ও নারী কাউন্সিলরগণ সহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।