মধ্যনগরে নিখোঁজের ৮দিন পর ভারতের অভ্যন্তর থেকে তরুণের লাশ উদ্ধার

7

 

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজের ৮দিন পর বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকা থেকে আলমগীর হোসেন (১৯) নামে এক তরুণের লাশের সন্ধান পাওয়া গেছে। রবিবার সকালে ওই নিখোঁজ তর“ণের লাশের সন্ধান পায় তার পরিবারের স্বজনরা। নিহত ওই তরুণ উপজেলার রূপনগর গ্রামের মৃত জামাল উদ্দিন মেম্বারের ছেলে। নিহতের ফুফাতো ভাই আমিরুল ইসলাম বলেন, আলমগীর নিখোঁজ হওয়ার পর আমরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেছি। সোমবার রাতে নিখোঁজের বড়ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় জিডি করেছেন। রবিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকার জঙ্গল থেকে একটি মরদেহ উদ্ধারের খবর আসে আমাদের কাছে। সেখান থেকে লাশের ছবি পাঠালে আমরা ঝুঝতে পারি এটি আলমগীরের লাশ।
জানা যায়, ছোটবেলা থেকেই আলমগীর তার মায়ের সাথে নানার বাড়িতে থাকতো। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সে। পরে পড়াশোনা বাদ দিয়ে সংসারের হাল ধরে। গত ১৭ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ওই মধ্যনগর ইউনিয়নের বাকাতলা এলাকা থেকে নিখোঁজ হন আলমগীর।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, নিহতের পারিবার আমাদের জানিয়েছে- ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে আলমগীরের লাশের সন্ধান পাওয়া গেছে। লাশের ছবি দেখে তারা এটি আলমগীরের লাশ বলে শনাক্ত করেছেন।