জগন্নাথপুরে শালিস বৈঠকে ত্রিমুখি সংঘর্ষে আহত ১৫, আটক ১৪

8

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের জায়গা সংক্রান্ত বিরোধ নিস্পত্তি করতে গিয়ে শালিস বৈঠকে ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় শালিসি ব্যক্তি সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামে।
স্থানীয়রা জানান, সাংগিয়ারগাঁও গ্রামের লিয়াকত মিয়া ও মৃত আবুল মিয়ার স্ত্রীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। তাদের এ বিরোধ নিস্পত্তির লক্ষে ২৭ মে শনিবার সাংগিয়ারগাঁও গ্রামে শালিস বৈঠক বসে। এতে সাংগিয়ারগাঁও, বলবল ও ঘিপুরা গ্রামের শালিসি ব্যক্তিরা অংশ নেন। বৈঠকে কথা কাটাকাটি নিয়ে ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আবদুস সোবহান, লিয়াকত মিয়া, আনছার মিয়া, আকাশ মিয়া, শহিদ মিয়া, জাকারিয়া, কুরমত আলী, হেলাল মিয়া, সাহেল মিয়া, রুমান মিয়া, ছমির আলী, মোহন মিয়া, ফজর বিবি, সেলিনা বেগম সহ কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় বলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আলী রুবেল জানান। এদিকে-খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং আরো বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা করতে উভয় পক্ষের ১৪ জনকে আটক করেছেন বলে কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান নিশ্চিত করেছেন।