সিলেটে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানববন্ধন
সিলেটে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মায়ের ডাক ও হিউম্যান রাইট ডিফেন্ডার ফোরাম সিলেটের ঊদ্যোগে শুক্রবার সকালে সিলেট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গুমের শিকার মানুষদের স্বজনরা প্রিয়জনদের হারিয়ে দুঃসহ কষ্ট বয়ে রেড়াচ্ছেন। ছেলের সন্ধান না পেয়ে কোন বাবা অসুস্থ হয়ে পড়েছেন, কেউ ভাই হারানোর বেদনা নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছে কারো কারো পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এসব পরিবারের দুঃখ গুচাতে গুমহওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো.মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, গুম হওয়া বিএনপিনেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মইনুল হক, আনসার আলীর আত্মীয় মো. আশিকুর রহমান রানা। মুল বক্তব্যে পাঠ করেন সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোওয়ার হোসেন জিলন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দু রশিদ মো. রেনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, লেখক শিবিরের সতাপতি ব্যাঙকার মিনহাজ আহমদ, মানবাধিকার কর্মী, সংগঠক আনোয়ার হোসেন, স্যবসায়ী নূরুল ইসলাম মুজিব, মানবাধিকার কর্মী ও সংগঠক আমীন তাহমীদ, মানবাধিকার কমী ও ব্যবসায়ী আসাদুজ্জামান নূও প্রমুখ। মানববন্ধন চলাকালে আনসার আলীর আত্মীয় মো. আশিকুর রহমান রানা বলেন, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে। স্বজনরা তাদের গুম হওয়া ব্যক্তিদের দেখতে চায়।