মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে
সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রথমে বৃটিশ আমাদের শোষন করেছে। পরে পাকিস্তানও করলো। এ সময় শোষিত মানুষের একটাই দাবি উঠেছিলো আমরা স্বাধীনতা চাই। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে গ্রামের লুঙ্গি ও গেঞ্জিপড়া সাধারণ মানুষ স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধে তাঁরা জীবন দিয়েছিলেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদেরকে কাজের মাধ্যমে তাঁদের রক্তের ঋণ শোধ করতে হবে। বর্তমানে সেই জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে দিনরাত কাজ করছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমরা সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দিতে হবে। ভালো চিন্তা ভাবনা ও কাজের মধ্যে আনন্দ খুজে নিতে হবে। সরকার উন্নয়ন পরিকল্পনা করে, আর আমরা বাস্তবায়ন করি। তাই প্রতিটি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে ও সময়মতো বাস্তবায়ন করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের অনেক কাজ করতে হবে।
বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, উপ-সহকারী পাইবো কর্মকর্তা মুহাম্মদ হাসান গাজী, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।
সভায় সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাভেল, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, পাটলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, জগন্নাথপুর সদর খাদ্যগুদাম কর্মকর্তা দিপক সূত্রধর, আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, থানার এসআই জিয়া উদ্দিন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, তথ্যসেবা কর্মকর্তা ঝরনা বেগম, মিন্টু সরকার, রফিকুল ইসলাম, উনু মিয়া সহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন।