স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিটে বিদ্যুতায়িত হয়ে শাহ তানজিম (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাটপাড়া গ্রামের ফকির বাড়িতে ঘটনাটি ঘটেছে। নিহত শাহ তানজিম (১৬) উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের ফকির বাড়ির শাহ ইকবাল মিয়ার ছোট ছেলে। সে স্থানীয় চাটপাড়া আইডিয়াল একাডেমির নবম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উক্ত বাড়িতে পারিবারিকভাবে ব্যবহারের জন্য গভীর নলক‚পের কাজে বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। এসময় চলমান কাজের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় তানজিম। পরে দ্রæত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহ তানজিমের মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোহাম্মদ আলী (১৪) নামের ওই কিশোর পেশায় হোটেল শ্রমিক। সে দেবেরগাওঁ গ্রামের আব্দুল মনাফের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে জাউয়া বাজারের সাজিদ মিয়ার হোটেলের পেছনে সরকারি টিউবওয়েল থেকে পানি আনতে যায় মোহাম্মদ আলী। সেখানে টিউবয়েলে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিয়ে হোটেলের জন্য পানি আনতে গেলে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারের লিকেজে শর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হয়। এদিকে, আহত অবস্থায় প্রথমে স্থানীয় প্রাইভেট চিকিৎসা থেকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ছাতকে থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির জানান, নিহত কিশোরের ময়না তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।