ইতালিতে ১ কোটি ৬০ লাখ নাগরিক কোয়ারেন্টাইনে ॥ মালদ্বীপে নতুন করে করোনা আক্রান্ত, ভারতে ৩৯ জনের সংক্রমণ

13

কাজিরবাজার ডেস্ক :
সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এবার তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে মালদ্বীপ। ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, উত্তর ইতালির লম্বার্দি অঞ্চল ও ১৪ প্রদেশে অন্তত এক কোটি ৬০ লাখ মানুষ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন। দেশটির লোকসংখ্যা ৬ কোটি ৪০ লাখ।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মালদ্বীপে প্রথমবারের মতো দুইজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা দেশটির কুরেদি আইল্যান্ড রিসোর্টের কর্মী। করোনা সংক্রমণ আরও বিস্তৃতি লাভের আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এরই মধ্যে দেশটির জলসীমায় পর্যটকবাহী বিভিন্ন প্রমোদতরী, বিশেষ করে বৃহৎ আকারের ক্রুজ শিপ প্রবেশ ও নোঙ্গরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রথম পাতা ফাঁকা করোনার প্রকোপে শতাধিক দেশের অবস্থা নাজুক। বিশ্বের লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত। টয়লেট পেপার ফুরিয়ে গেছে এমন খবর জানাজানি হওয়ার পর প্রথম পাতা ফাঁকা রেখে পত্রিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এনটি নিউজ। কারণ হিসেবে পাতাটি টয়লেট পেপার হিসেবে ব্যবহারের কথা বলা হচ্ছে। টুইটারে একটি ভিডিও পোস্ট করে পত্রিকাটি লিখেছে, হ্যাঁ, সত্যি সত্যিই আমরা এটা করেছি। তারপর তারা হ্যাশট্যাগে লিখেছে টয়লেট পেপার ক্রাইসিস। প্রাণঘাতী ভাইরাসের কবলে আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধুলা সবকিছুতেই এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ায় করোনা আতঙ্কের কারণে সুপারমার্কেটগুলো ফাঁকা করে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে জমা করে রেখেছে। এনটিএনের প্রকাশিত ওই ফাঁকা পাতায় আরেকটি বার্তা দেয়া হয়েছে। তাতে লেখা আছে, আমরা ভেতরে আট পাতার বিশেষ একটি লিফট-আউট প্রিন্ট করেছি, যেগুলো সুবিধাজনক অবস্থায় কাটা কাটা লাইন দ্বারা বেষ্টিত। জরুরী অবস্থায় যাতে করে সহজেই এটা ব্যবহার করা যায় তার জন্যই এই পদক্ষেপ।
করোনায় মৃত ৩৬০০ : করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ১৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশ্বব্যাপী ১০৪ দেশ ও অঞ্চলে ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৫ হাজার ৮২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪৫ জন।