জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মাদ্রাসা শিক্ষকের ঝগড়ায় এক শিক্ষকের পক্ষ নিয়ে স্বজনদের হামলায় আরেক মাদ্রাসা অধ্যক্ষ আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় তেলাপাড় চলছে। ঘটনাটি আপোসে নিস্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়েছেন। স্থানীয় সহ বিভিন্ন সূত্র জানান, ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসায় দারুল ক্বেরাতের হাদিয়া নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ ও সহ-সুপার মাওলানা আবদুল হাই এর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রাতে মাওলানা আবদুল হাই এর স্বজনদের হামলায় অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ গুরুত্বর আহত হন। আহতকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয়ে অন্য একটি সুত্র জানায়, প্রথমে মাওলানা তাজুল ইসলাম আলফাজ মাওলানা আবদুল হাইকে মারপিট করেন। পরে মাওলানা আবদুল হাই এর উত্তেজিত স্বজনরা তাকে মারপিট করেছেন।
এদিকে-১৯ এপ্রিল বুধবার বিষয়টি আপোসে নিস্পত্তির জন্য প্রাণপন চেষ্টা করছেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শালিসি ব্যক্তি হারুন রাশীদ, বর্তমান চেয়ারম্যান ও শালিসি ব্যক্তি শহিদুল ইসলাম বকুল এবং শালিসি ব্যক্তি লুলু মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ।