হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, অর্ধশতাধিক আহত

13

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে সুব্ররত দাশ(৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত লোক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার মশাকলি গ্রাম এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর হাসপাতাল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জের (সার্কেল) সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাসের মধ্যে একটি মাছ ধরার ডোবা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সৃব্ররত দাসের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে। এরই জের ধরে বৃহস্পতিবার পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহত অবস্থায় মিন্টু দাশ, রাকেশদাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে আছে। এছাড়াও এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।