ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

31

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের পূর্ব শত্র“তার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের সাবেক মেম্বার মনির উদ্দিন ও একই গ্রামের আয়না মিয়ার গংদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকালে পরিকল্পিত ভাবে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ব্যাপক ইটপাটকেল ব্যবহার করা হয়। প্রায় দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত আশানুর (৪২), আমির আলী (৩৩), লিলু মিয়া (৩৫), আব্দুল হক (৪০), সুজন মিয়া (২২), বশর মিয়া (৪৮), আব্দুল মজিদ (২০), ফয়ছল আহমদ (২৪), রজাক আলী (৫০), জলাল মিয়া (২৪), এলা মিয়া (৪৫), খালিক মিয়া (৪০), আংগুর মিয়া (৩০), নিজাম উদ্দিন (৩৮), নুর মিয়া (২৪), মুন্না মিয়া (২৩), সুহেল মিয়া (২৮), মাহিন মিয়া (২৭), রব্বানী (৪৫), আবুল লেইচ (৩৮), মিলন মিয়া (২৫), ছায়াদ মিয়া (৩৮), মুক্তি মিয়া (৪২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতাল ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।